
জন্ম দিনের ভালবাসায় সিক্ত আঁখি আলমগীর



বাংলাপ্রেস, ঢাকা : ৭ জানুয়ারি ছিল আঁখি আলমগীরের জন্মদিন। রাজধানীর গুলশানের ‘গুলশান ক্লাব’-এ আঁখি আলমগীরের জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে আঁখি আলমগীরকে শুভেচ্ছা জানাতে ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীরের বাবা নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর, তার ছোট বোন তুলতুল, আঁখির দুই মেয়ে স্নেহা ও আারিয়া’সহ তার পরিবারের আরো অনেকে। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাও উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীরকে শুভেচ্ছা জানাতে।
স্বপ্নীল সজীবের উপস্থাপনায় নানান আঙ্গিকে আগত অতিথিরা আঁখি আলমগীরকে শুভেচ্ছা জানান এবং আঁখি আলমগীরকে নিয়ে কিছু কথামালা তুলে ধরেন। আঁখি আলমগীরের বাবা নায়ক আলমগীর আঁখিকে নিয়ে বলেন,‘ দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটিই এতো বড় হয়ে গেলো, টেরই পাইনি। ছোট বেলায় যেমন আঁখিকে আমি ধমক দিতাম, এখনো ধমক দেই-এইটা কেন করলে, ঐটা কেন করলে? তবে এই ধমকের মধ্যে ভালোবাসা আছে, আদর আছে, মায়া আছে। মহান আল্লাহর কাছে শুধু এতোটুক্ইু চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সবাই আঁখির জন্য দোয়া করবেন।’সূত্রঃ ইয়েস নিউজ
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





