
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু জন্মের প্রথম টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করুন। উল্লেখিত দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছ পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে। গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বীমার মতো কাজ করবে।
বাংলাদেশে বর্তমানে প্রচুর শীত পড়েছে। পথে, বাস স্ট্যান্ডে, হাসপাতালে, রাস্তায় অনেক অসহায় মানুষ পড়ে থাকে। এই শীতে তাদের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর জেলার নবনির্বাচিত পৌরসভার চেয়ারম্যান মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। শীতের রাতে লক্ষীপুর বাজার, বাস স্ট্যান্ড, হাসপাতালে ঘুরে ঘুরে তিনি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতার্ত রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিশু জন্মের ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই পাবে নগদ অর্থ ও গাছের চারা তার এই জনকল্যাণমূলক কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে সচেতন মহল ও সাধারণ মানুষ তার কার্যক্রমের ভূয়শি প্রশংসা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]