বাংলাপ্রেস ডেস্ক: নাটক ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরেই চলছে মন্দা সময়। প্রযোজকের অভাব, স্পন্সরের সংকট, নানা জটিলতা মিলিয়ে টেলিভিশনের কাজ এখন হাতে গোনা। ফলে নির্মাতা থেকে শিল্পী—সবার মধ্যেই কাজের চাপ কমে এসেছে। একসময় যেসব তারকারা মাসের ত্রিশ দিনই ব্যস্ত থাকতেন শুটিংয়ে, এখন তাদেরও হাতে এসেছে অবসর।
অবসরের ভরসা সোশ্যাল মিডিয়া
অভিনেতা-অভিনেত্রীরা এক সময় যে ব্যস্ততায় দিন-রাত শুটিং করতেন, এখন সেই জায়গা পূরণ করছে সোশ্যাল মিডিয়া। কাজের ফাঁকটা কিভাবে পূরণ করবেন, সেসব প্রশ্নে তারকার উত্তর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে ভক্তদের সঙ্গে কানেক্ট থাকার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন। কাজের আপডেটের বদলে সেখানে ভেসে উঠছে নানা রকম পোস্ট—কেউ খেলায় মাতছেন, কেউ প্রশ্ন করছেন, আবার কেউ খুঁজছেন অল্প একটু হাসি-ঠাট্টা।
খেলায় মেতেছেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে সিনেমা ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-তে। এরপর নতুন কোনো কাজে পাওয়া যায়নি তাকে। তবে তিনি পুরোপুরি আড়ালে নেই। সোশ্যাল মিডিয়ায় বরং আগের চেয়ে বেশি সক্রিয়।সম্প্রতি কয়েকটি পোস্টেই দেখা গেছে ভক্তদের সঙ্গে তার মজার যোগাযোগ।
কখনো নিজের ছবি পোস্ট করে দর্শকের কাছ থেকে মুড অনুযায়ী ইমোজি চেয়েছেন। কখনো লিখেছেন, ‘ব্যাটারির শতাংশ = আপনার এখনকার শক্তির স্তর! আমার = ৮৩%, আপনার কত?’
আবার আরেক পোস্টে জানতে চেয়েছেন, ‘কোনটা বেশি ভালোবাসো : সমুদ্র নাকি পাহাড়?’ এমনকি একটি ফটোকার্ডে লাল-নীল বড়ির ছবি দিয়ে দর্শকদের জিজ্ঞেস করেছেন, ‘কোনটা বেছে নেবে—দশ লাখ ডলার, না ছোটবেলায় ফিরে যাওয়া?’
এ ছাড়া তিনি ভক্তদের সঙ্গে অক্ষর খেলার আয়োজনও করেছেন। একজন ভক্ত একটি অক্ষর লিখবেন, আর মেহজাবীন চেষ্টা করবেন সেটি দিয়ে নাম অনুমান করতে। ভক্তরা তাতে মেতেও উঠেছেন।
সাবিলার একঘেয়েমি
অভিনেত্রী সাবিলা নূরও বেশ কিছুদিন কোনো নতুন কাজে নেই। সর্বশেষ তাকে দেখা গেছে ‘তাণ্ডব’ সিনেমায়। কাজের বিরতি কাটছে একঘেয়েমিতে। তাই ফেসবুকে খোলাখুলি লিখেছেন, ‘আমি খুবই বোরড! আমার মনে হয় এখন ফার্নিচারের সঙ্গে কথা বলা শুরু করতে হবে। আমাকে বাঁচাও, জোক শোনাও।’
তার এই খোলামেলা স্বীকারোক্তি ভক্তদের কাছে বেশ মজার লেগেছে। অনেকেই মজার জোক দিয়ে তাকে রেসপন্স করেছেন।
ফারিণের অদ্ভুত আচরণ
শুধু মেহজাবীন কিংবা সাবিলাই নন, এমন কাণ্ডে মেতেছেন আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণও। নিজের ফেসবুক পেজের স্টোরিতে দর্শকের কাছে উইয়ার্ড (অদ্ভুত) প্রশ্ন চাইছেন আর তার অদ্ভুত অদ্ভুত উত্তর দিচ্ছেন তিনি। সেখানে একজন তাকে প্রশ্ন করেন, ‘একটা অদ্ভুত ফলের নাম বলুন, যেটা আপনি পছন্দ করেন না।’ এর উত্তরে ফারিণ লেখেন, ‘রাম্বুটান, যেটা অনেকটা রামছাগলের মতো।’
দর্শকের প্রতিক্রিয়া
শিল্পীদের এসব পোস্ট ভক্তরা উপভোগ করছেন বটে, তবে সমালোচনাও কম নেই। অনেকেই বলছেন, ‘কাজের খবর নেই বলে এখন পেজের এনগেজমেন্ট বাড়াতেই ব্যস্ত তারকারা।’
নাটক ইন্ডাস্ট্রির এই মন্দা শুধু নির্মাণে নয়, তারকাদের ক্যারিয়ারেও প্রভাব ফেলছে। অভিনয়ের বাইরে তারা যখন অন্য কোনো প্রজেক্টে ব্যস্ত নন, তখন সোশ্যাল মিডিয়াই হয়ে উঠছে তাদের একমাত্র মঞ্চ। বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে হয়তো এই সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টই হয়ে উঠবে তারকাদের দৃশ্যমান থাকার অন্যতম ভরসা। তবে দর্শকের প্রত্যাশা ভিন্ন—তারা তারকাদের দেখতে চান পর্দায়, খেলা বা মজার পোস্টে নয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]