
কাজী শুভ-স্বরলিপির ‘আবেগী মায়া’

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

প্রকাশ হয়েছে কাজী শুভ ও স্বরলিপির গান ‘আবেগী মায়া’র ভিডিও। কথা লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।
ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান ও পুণ্য। নির্মাণ করেছেন এস এম তুষার। চিত্রগ্রহণ করেছেন রানা শেখ ও কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।
নির্মাতা তুষার বলেন, “আবেগী মায়া’ খুবই রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।”
মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে রনস্ মিউজিকের ব্যানারে।
এজেডএস/ডব্লিউএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

