১৪ অক্টোবর ২০২৫

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান
বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই জনপ্রিয় এ অভিনেতা প্রথমবারের মতো মঞ্চ মাতাতে যাচ্ছেন কানাডার মন্ট্রিয়ালের সবচেয়ে বড় বাংলাদেশি সাংস্কৃতিক আসর ফোবানা সম্মেলনে। আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই মহোৎসবে জায়েদ খানের সঙ্গে মঞ্চ কাঁপাবেন আরও অনেক শিল্পী, যেখানে বাঙালি সংস্কৃতি, সংগীত আর চলচ্চিত্রের রঙ মিশে যাবে এক বর্ণিল আবেশে। অনুষ্ঠানটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, প্রথমবারের মতো আগামী ৩১ আগস্ট আমি এখানে পারফর্ম করতে পারব। সেদিন আরও অনেক নামকরা শিল্পী আমার সঙ্গে পারফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করছেন জায়েদ খান। পাশাপাশি বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ সিনেমা। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌ খান। ২০২২ সালে সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও মুক্তি থমকে আছে।
এদিকে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন