
কারও সঙ্গে কোনো কথা বলার অবস্থায় নেই স্পর্শিয়া

বাংলা প্রেস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ এএম

বাংলাপ্রেস ডেস্ক: বিনোদন জগতের মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। ২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫'-এ অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজেকে বেশ জনপ্রিয় করে তোলেন।
এ ছাড়া নাটক উজান গাঙ্গের নাইয়ায় অভিনয় করে তার কর্মজীবনে ভিন্নমাত্রা এনে দিয়েছেন।
তবে দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে জানালেন নিজের অসুস্থতার কথা। তার চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে। সে জন্য অস্ত্রোপচারের প্রয়োজন।
স্পর্শিয়া বলেন, আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। এ মুহূর্তে আমি কারও সঙ্গে কোনো যোগাযোগ করার বা ফোনে কথা বলার অবস্থায় নেই। কয়েক দিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

