১৩ অক্টোবর ২০২৫

কেমন পাত্র চান জানালেন সাদিয়া আয়মান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কেমন পাত্র চান জানালেন সাদিয়া আয়মান
বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউড অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে দারুণ সময় পার করছেন। গত ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা 'উৎসব' এখন সর্বত্র আলোচনায়।
এ মুহূর্তে সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। হাতে আছে আরও বেশ কিছু কাজ। আর এ নিয়েই অভিনয়জগতে অভিনেত্রী দ্রুতই নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন। সাদিয়া আয়মান 'উৎসব' সিনেমাটিতে ‘জেসমিন’ চরিত্রে অভিনয় করেছিলেন। নব্বই দশকের এক সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। যে জানে তার লক্ষ্য কী এবং সে তা অর্জন করতেই বদ্ধপরিকর। তবে সিনেমায় স্বামী খাইষ্টা জাহাঙ্গীরের চোখে জেসমিনকে দেখা হয় একেবারেই ভিন্নদৃষ্টিতে; তার প্রতি স্বামী হিসেবে সমান মর্যাদা দেওয়ার ঘাটতি লক্ষ্য করা গেছে। কিন্তু জেসমিনকে অবহেলা করলেও তার প্রতি ছিল খাইষ্টা জাহাঙ্গীরের একরকম চাপা ভালোবাসা, যা সেভাবে প্রকাশ করেননি অভিনেতা। সব মিলিয়ে বোঝা যায়, খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী কোনোভাবেই চান না সাদিয়া আয়মান। তাই বাস্তবজীবনেও এমন কেউ তার জীবনে আসুক তা চান না অভিনেত্রী। যদি খাইষ্টা জাহাঙ্গীরের মতো একজন স্বামী বিয়ের পর তাকে পড়াশোনা বা অভিনয় থেকে বিরত রাখতে চান, শুধু সংসার সামলাতে চাপ দেন, তবে কী করবেন সাদিয়া আয়মান?— সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রথমত যে আমাকে বিয়ে করবে, সে তো জানবেই আমি কী করি, আমার ক্যারিয়ার কী। আর আমি যদি বিয়েও করি, সেটা আগে থেকেই বোঝাপড়ার মধ্যেই হবে। কিন্তু বিয়ের পর যদি হঠাৎ বলা হয়—কাজ ছেড়ে দাও, আমার মনে হয় না আমি সে রকম কোনো সুযোগ দেব। সাদিয়া আয়মান বলেন, সাধারণত সবাই ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে। আমি যদি ৩০-এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিই, তখনো আমার ক্যারিয়ার পিক অবস্থায় থাকবে। মানে আমি জানব কীভাবে প্ল্যান করতে হবে। ‘উৎসব’ সিনেমার অন্যতম এই পিক পয়েন্ট যেন একটু ভিন্নভাবেই নাড়া দিয়েছিল দর্শকদের মাঝে। এর মাঝে এক বার্তা ছিল— প্রিয়জনের স্বাধীনতা ও নিজস্বতার বিরুদ্ধে না গিয়ে বরং সহযোগিতা করলেই গল্পের শেষটা হতে পারত অন্যরকম। ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি প্রমুখ। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন