
বাংলাপ্রেস ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ‘সোনামিয়া মেস্তরি বাড়ির দরজা জামে মসজিদের ইমাম মেহরাজুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।
ফাজিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মঞ্জুর আলম সবুজ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার জানান, করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য গত ১২ই এপ্রিল বাদ আসর সোনামিয়া মেস্তরি বাড়ির দরজা জামে মসজিদে দোয়ার আয়োজন করেন ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মেরাজুল ইসলাম। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সভাপতি নুরুল আফসার এ বিষয়ে হুজুরকে কৈফিয়ত তলব করেন। তিনি আরো জানান, মসজিদের ইমাম মেরাজুল ইসলাম পার্শ্ববর্তী ছনুয়া ইউনিয়নের ছনুয়া গণিয়া মাদ্রাসার ছাত্র। তাদের মসজিদের পেশ ইমাম না থাকায় ওই মাদ্রাসা থেকে কিছুদিনের জন্য এক ছাত্র এই মসজিদে ইমামতি করার জন্য পাঠানো হয়। সে সুবাধে মেহরাজুল ইসলাম মসজিদে ইমামতি করছিলেন।
এর মধ্যে করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়া করায় স্থানীয় মুরব্বি ও সরকারদলীয় রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইমামকে ওই মসজিদে নামাজ না পড়াতে বলা হয়েছে। ১৩ই এপ্রিল তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]