১৪ অক্টোবর ২০২৫

খ্রিস্টান মতে বিয়ে হল নিক-প্রিয়াঙ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খ্রিস্টান মতে বিয়ে হল নিক-প্রিয়াঙ্কার

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: সাত পাকে বাঁধা পড়লেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। এবার আর প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রী হলেন তাঁরা। শনিবার যোধপুরের উমেদ ভবনে পরিণতি পেল তাঁদের প্রেম।

বৃহস্পতিবার থেকে উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। সেদিন ছিল সংগীত। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকে সেদিন সেজেছিলেন দেশি গার্ল।

শুক্রবার ছিল মেহেন্দির অনুষ্ঠান। আজ, শনিবার খ্রিস্টান মতে বিয়ে সারেন তাঁরা। প্রিয়াঙ্কা বিয়েতে সেজেছিলেন ব়্যালফ লরেনের গাউনে। নিকও ওই ডিজাইনারের পোশাকই পরেছিলেন। জুয়েলারির দায়িত্ব ছিল প্রিয়াঙ্কারই সংস্থা ‘চোপড়াড’-এর। বিয়ের আগে তাঁরা উমেদ প্যালেসের লবিতে পোজ দেন। কিন্তু সেই ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের ছবির স্বত্ত্ব নাকি বিক্রি হয়ে গিয়েছে৷ একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হবে সেই ছবি৷

বিয়েতে নিমন্ত্রিত বাকি অতিথিরা সেজেছিলেন কালো ও প্যাস্টেলের পোশাকে। খুব ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়রা ছাড়া অনুষ্ঠানে তেমন কেউ ছিলেন না বলে খবর। বিয়ের সময় উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়া,সোফি টার্নার, মধু চোপড়া, জো জোনাস ও নিকের বাবা-মা। এছাড়া ছিলেন আম্বানি পরিবারের লোকজন। আগামিকাল, রবিবার উমেদ ভবনেই সনাতন ভারতীয় রীতি মেনে বিয়ে হবে প্রিয়াঙ্কা ও নিকের।

হিন্দু এবং খ্রিস্ট ধর্মানুযায়ী বিয়ের পাশাপাশি দুটি রিসেপশনেরও আয়োজন করছেন দেশি গার্ল৷ রাজধানীর বুকে হবে একটি অনুষ্ঠান৷ আরেকটি অনুষ্ঠান হবে বাণিজ্যনগরী মুম্বইতে৷ শোনা যাচ্ছে, আমন্ত্রিতদের তালিকায় নাকি নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ উমেদ ভবনে বিয়ের অনুষ্ঠানে পরিজনরা থাকলেও, রিসেপশনে হলিউড এবং বলিউডের একঝাঁক তারকা থাকতে পারেন৷ ১৮ জুলাই, প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনেই নাকি প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। চার ক্যারেটের হিরে বসানো যে আংটিটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

বাংলাপ্রেসস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন