বাংলাপ্রেস ডেস্ক: গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বাড়ির নাম শাহানা’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো অভিনেত্রী ও সংগীতশিল্পী আনান সিদ্দিকার। গতকাল তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।
আত্মপ্রকাশ, উচ্ছ্বাস
গান ও অভিনয়ের সঙ্গে বেশ আগে থেকেই যুক্ত আনান সিদ্দিকা।তবে এই প্রথম চলচ্চিত্র নিয়ে এলেন বড় পর্দায়। অভিষেকের উচ্ছ্বাস তাই অন্তহীন। গতকাল সকাল থেকেই রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন; ‘বাড়ির নাম শাহানা’ দেখে দর্শক কী বলে, তা জানার জন্য।
আনান বলেন, ‘সকাল ১১টার শোতে ছিলাম, বিকেলের শোতেও আছি।হলভর্তি দর্শক ছবিটা দেখছেন। কী যে আনন্দ লাগছে। খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি।’চাওয়া-পাওয়া
গল্পভাবনা থেকে শুরু করে নির্মাণ, এরপর বিভিন্ন দেশের উৎসবে অংশ নেওয়া; ‘বাড়ির নাম শাহানা’ নিয়ে দীর্ঘ জার্নি আনানের।অপেক্ষাও কম কিসে! সেটা ফুরাল। দেশের গল্প এবার দেশের মানুষই দেখছে। এ নিয়ে অভিনেত্রীর অনুভূতি এ রকম, ‘দেশের মানুষের জন্যই তো আমাদের এ ছবি। তাঁরা যখন দেখছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! দেখার পর তাঁরা বের হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, প্রশংসা করছেন; এ রকম অবস্থা যেন আগামী কয়েক সপ্তাহ ধরে থাকে।’
শাহানা ও দীপা
ছবির নাম ‘বাড়ির নাম শাহানা’, আর তাতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান।দুটি চরিত্র সম্পর্কে খোলাসা করে তিনি বলেন, ‘শাহানাও মূলত একজনের নাম, ছবিতে যিনি আমার মা, তাঁর নাম। বাড়িটা শুধুই একটি কাঠামো নয়, গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এ বাড়ি। আর আমি সেই বাড়ির মেয়ে, যে বাড়ির সবাইকে এক করে রাখে।’
লড়াই নয় সাহস
ছবির দীপা সমাজ ও পরিস্থিতির নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে। সেই লড়াইয়ের সঙ্গে আনানের বাস্তব জীবনের কোনো সেতুবন্ধ রয়েছে কি না? ‘এটাকে স্ট্রাগল বলব না, এটা সাহস। সবার জীবনেই নানা প্রতিবন্ধকতা থাকে। সেটা মোকাবেলা করতে গিয়ে মানুষ ভেঙে পড়ে, কিন্তু দীপা ভেঙে পড়ার পরও ফের উঠে দাঁড়ায়। সেই আগুনটা তার মধ্যে আছে। এই অপ্রতিরোধ্য আগুনটা কোথাও না কোথাও আমার মধ্যেও অনুভব করি।’
গানের আনান
মাঝে অনেক বছর লন্ডনে ছিলেন আনান। সেখানে একটি ব্যান্ড গড়েছিলেন ‘লক্ষ্মীট্যারা’। জানালেন, ব্যান্ডের হয় জ্যাজ, লাতিন ঘরানার মিউজিকে বাংলা গান করতেন তাঁরা। এখন যেহেতু দেশে, সেই ব্যান্ডের কার্যক্রম আপাতত বন্ধ। দেশেই নতুন একটি দল গঠন করে ফের গানে মনোনিবেশ করবেন বলে জানালেন আনান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]