১৩ অক্টোবর ২০২৫

‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে সরেই হাত ধরলেন শাহরুখের, কিসের ইঙ্গিত দীপিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে সরেই হাত ধরলেন শাহরুখের, কিসের ইঙ্গিত দীপিকার
বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি' সিনেমায় নজরকাড়া পারফরম্যান্সের পরও অপেশাদারত্বের অভিযোগে তাকে সিক্যুয়েলে দেখা যাবে না। —এমন খবরে বলিপাড়া শোরগোল।
নির্মাতাদের দাবি— দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে এ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। সেই চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে। যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে রাখা হয়েছে। এ খবর পেয়ে অভিনেত্রী এবং তার টিম সিক্যুয়েল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজে থেকেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দীপিকা। বলিপাড়ায় এমন গুঞ্জনের মাঝেই শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ঘোষণা করলেন তাকে দেখা যাবে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এ। সেখানে দীপিকাকে দেখা যাচ্ছে বাদশাহ শাহরুখ খানের হাত শক্ত করে নিজের হাতে ধরে আছেন। একঝলকে বোঝা না গেলেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে— নায়িকার হাত আঁটসাঁট করে ধরে রেখেছেন শাহরুখ খান। ১৮ বছর আগে নিজের হাতে ধরে এভাবেই ইন্ডাস্ট্রিতে দীপিকাকে পথ চলতে শিখিয়েছিলেন কিং খান। নতুন সিনেমা ঘোষণার আগে ১৮ বছর আগের সেই দিনে ফিরে গেলেন অভিনেত্রী। বিশেষ ছবি শেয়ার করে নিয়ে দীপিকা পাড়ুকোন লিখেছেন—প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওর থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো একটি ছবি তৈরির অভিজ্ঞতা এবং যাদের সঙ্গে সেই সিনেমা তৈরি হচ্ছে, তা সবসময় সাফল্যের থেকে অনেক বেশি। অনুরাগীরা তার বক্তব্যে কটাক্ষের আভাস ধরতে পেরেছেন বলে মনে করেন। শুধু এখানেই শেষ নয়; দীপিকা আরও লিখেছেন—এ শিক্ষার সঙ্গে আমি সহমত। এবং এ কথাই প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সে কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ সিনেমা নিয়ে ফিরছি? হ্যাশট্যাগে রয়েছে ‘কিং’ ও ‘ডে ওয়ান’। ফলে একপ্রকার স্পষ্ট—বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও। তবে ‘কল্কি ২৮৯৮ এডি’র নির্মাতাদের উদ্দেশেই যে এই সূক্ষ্ম বার্তা দিয়েছেন দীপিকা, তা মানছেন ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর এ উত্তরে মুগ্ধ তারা। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন