
কপিল শর্মার বিয়েতে নাচবেন 'রাখি'


বিনোদন ডেস্ক: দেশের বড় স্টারের আমন্ত্রিত রয়েছেন অম্বানির মেয়ে নিশা অম্বানির বিয়েতে। শাহরুখ থেকে হিলারি ক্লিন্টন নিমন্ত্রিতদের তালিকা দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। সম্প্রতি পাক-বিয়ের অনুষ্ঠানে সালমন, অভিষেক বচ্চন-সহ বিভিন্ন তারকাদের নাচের ভিডিও সামনে এসেছে। এবার সেই প্রসঙ্গ টেনে এনে ফের বোমা ফাটালেন রাখি সবন্ত।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাখির সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি জানান, দেশের প্রায় সব তারকা নিশা অম্বানির বিয়েতে নাচতে গিয়েছেন। কিন্তু কপিল শর্মার বিয়েতে কেউ নেই। তাই তিনি নিজেই কপিল শর্মার বিয়েতে গিয়ে নাচবেন। এই বিষয়ে কপিলকে চিন্তা করতেও বারণ করেছেন রাখি।
প্রসঙ্গত, আগামী ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি তার প্রি -য়েডিং অনুষ্ঠানে নিজের বন্ধু ও আত্মীয় স্বজনকে নিয়ে করেছিলেন। নিশা অম্বানির বিয়ে যখন একদিকে প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছে, তখন কপিলের বিয়েকে বাড়তি গুরুত্ব দিতেই রাখির এমন ভিডিও প্রকাশ বলে মনে করছেন নেটিজেনরা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





