বাংলাপ্রেস ডেস্ক: নিজেদের বেড়ে ওঠার সঙ্গে প্রায় সবারই নানা রকম স্মৃতি রয়েছে, যার মধ্যে রয়েছে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনাও। মায়ের ভালোবাসার পাশাপাশি শাসনও কম যায় না এসবের মধ্যে। এবার ছোটবেলার এ রকম মজার মজার ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতা শেঠি।
সম্প্রতি কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন তারা।সঙ্গে ছিলেন হুমা কুরেশি ও তার সাকিব সেলিমও।
এ সময় শিল্পা শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করে তিনি বলেন, ‘মা সুনন্দা শেঠি খুবই কঠোর ছিলেন। ছোটবেলায় শিল্পা ও শমিতা যদি কোনো ভুল কাজ করতেন তাহলে কপালে জুটত মার। কখনো চটি তো কখনো ঝাড়ু দিয়ে মারতেন।’ এই কথা শুনে উপস্থিত সবাই হেসে খুন। পাশাপাশি শিল্পা স্বীকার করেন মায়ের জন্যই তাদের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে। শমিতাও বলেন, ‘কোনো ভুল করলে মা বিন্দুমাত্র দ্বিধা না করে বকাবকি করতেন, এমনকি শাস্তি পর্যন্ত দিতেন।’
এরপর বোনের জন্য পাত্র খোঁজার প্রসঙ্গ টেনে মজার ছলে শিল্পা জানান, তিনি এখন বোন শমিতার জন্য পাত্র খুঁজছেন।কপিল শর্মা মজা করে জিজ্ঞেস করেন, পরিবারের পক্ষ থেকে শমিতাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে? শমিতাও হেসে বলেন, সেই যুগ এখন শেষ, আর কেউ তাকে চাপ দেয় না। তিনি আরো বলেন, আজকাল সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। সেই জন্য তিনি এখনো সিঙ্গেল।
শমিতা শেঠির সঙ্গে অতীতে বহু তারকার নাম যুক্ত হয়েছে। অফতাব শিবদাসানি, উদয় চোপড়া, যুবরাজ সিং এবং হারমান বাওয়েজার মতো সেলেবদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল।পরে তিনি অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ২০২২ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]