১৪ অক্টোবর ২০২৫

লারিসা কি শাহরুখের পুত্রবধূ হতে প্রস্তুত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লারিসা কি শাহরুখের পুত্রবধূ হতে প্রস্তুত !
বাংলাপ্রেস ডেস্ক : বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে আতশকাচের তলায়। দিনের পর দিন বড় পর্দায় যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তাঁর পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সকলেরই। বিভিন্ন সময় বলিউডের নানা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে আরিয়ানের। সেই তালিকায় কখনও উঠে এসেছেন নোরা ফতেহি, কখনও জড়িয়েছে অনন্যা পাণ্ডের নাম। দু’একবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নাম। যদিও এখন গুঞ্জন, আরিয়ান মন দিয়েছেন ব্রাজিলের নাগরিক মডেল লারিসা বনেসিকে। আরিয়ানের বলিউডে অভিষেক ঘটতে চলেছে, পরিচালক হিসাবে। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বই হয়ে গেল এক অনুষ্ঠান। তার পরই লারিসা বার্তা দিলেন আরিয়ানের উদ্দেশে। বিনোদন জগতে পা রাখলেও অভিনয়ের বদলে ক্যামেরার পিছনে থেকে কাজ করতেই চাইছেন আরিয়ান। তাঁর পরিচালিত সিরিজ়ের নাম ‘দ্য ব্যাডস্ অফ বলিউড’। এ ছবির চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে আরিয়ানের। গত দু’তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। অবশেষে শাহরুখ-পুত্রের অভিষেক। আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে উত্তেজিত লেরিসা। তিনি লেখেন, “এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।” লেরিসা যে আরিয়ানের জন্য খুশি সেটা বোঝাই যাচ্ছে। গত বছর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আরিয়ান ও লারিসাকে। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংয়ের জগতে ভালই পরিচিতি তাঁর। একাধিক খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি। বড় পর্দায় কাজ করেছেন লারিসা। ২০১১ সালে বলিপাড়ার ডেভিড ধওয়ানের পুত্র রোহিত ধওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেশি বয়েজ়’ ছবিটি। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত এই ছবির একটি গানে অভিনয় করেন লারিসা। ‘দেশি বয়েজ়’ ছবির মাধ্যমেই বলিউডে কাজ শুরু করেন তিনি। বলিউডে অন্দরে বেশ পরিচিতি রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে আরিয়ান ছাড়াও সুহানা খানও অনুসরণ করেন লারিসাকে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন