১৫ অক্টোবর ২০২৫

লক্ষীপুরে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আজ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশু শিক্ষার্থী তাহসীন ও প্রায় একই সময়ে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী আরিফ হোসেন নামের ছাত্র নিহত হয়েছে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দীন ও রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহত তাহসীন স্থানীয় চরমনসা গ্রামের রুহুল আমিনের ছেলে ও ভবানীগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী, অপর নিহত আরিফ রাখালিয়া এলাকার বাসিন্দা মো. মুন্নার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ে ভর্তি শেষে মায়ের সাথে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন শিশু তাহসীন। ঘটনাস্থলে এসে সিএনজি থেকে নামার কালে রামগতি থেকে ছেড়ে আসা একটি গ্যাসবাহী পিকআপভ্যান (নাম্বার বিহীন) মায়ের হাতে থাকা শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। উত্তেজিত জনতা পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। অপরদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া নামক এলাকায় রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চলন্ত মটর সাইকেলকে চাপা দেয়। এসময় মটর সাইকেল আরোহী আরিফ নামের অপর এক ছাত্র ঘটনাস্থলে নিহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন