১৫ অক্টোবর ২০২৫

লক্ষীপুরের আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন ২৬ নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন ২৬ নেতা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ২৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী ফটিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল হাসান রনি, ভবানীগঞ্জ ইউনিয়ন কমিটির সদস্য আবদুল হালিম মাস্টার, ফজলুর রহমান ঢালি, মোক্তার হোসেন বিপ্লব, উত্তর জয়পুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ফিরোজ মোহাম্মদ বাকি, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, চন্দ্রগঞ্জের সভাপতি নুরুল আমিন, হাজিরপাড়ার সভাপতি শামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য গোলজার মোহাম্মদ, সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, দিঘলি ইউনিয়ন কমিটির সদস্য নবিউর রহমান মুকুল, ইসমাইল হোসেন, আলতাফ হোসেন, কুশাখালির সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সদস্য তিতু মিয়া টিটু।

আরও পড়ুন > নরসিংদীতে পলাশ সাহিত্য সংসদের শ্রদ্ধা নিবেদন

একই চিঠিতে জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, মামুনুর রশিদ ভূঁইয়া, দত্তপাড়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কুশাখালি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য আবদুল করিম, কুশাখালী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জু চৌধুরী, সদর থানা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমানকে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, সদর উপজেলার ১৫ ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নৌকার প্রার্থীকে জেতাতে দিনব্যাপী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সফিক মাহমুদ পিন্টুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যেসব নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কান্তি চক্রবর্তী ফটিক বলেন, বিদ্রোহী প্রার্থী হয়ে উল্লেখিত নেতারা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। এজন্য আওয়ামী লীগ থেকে ১৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই চিঠিতে অঙ্গসংগঠনের সাত নেতাকে বহিষ্কারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন