
সুলতানা মাসুমা , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল স্থানীয় রেস্টুরেন্টে এসোসিয়েশেন এর বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি অধ্যাপক আব্দুর রহমান (পাবলিক স্কুল) সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান সবুজ (ন্যাশনাল আইডিয়াল স্কুল) সহ-সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন (রায়পুর আইডিয়াল স্কুল) রেজাউল করিম সুমন (হলি গার্লস স্কুল) সহ-সভাপতি মো: ফয়েজ আহম্মেদ (হলি হার্ট রেসিডেন্সিয়াল স্কুল) সহ-সেক্রেটারি মো: হুমায়ুন কবির (ব্লু-বার্ড একাডেমি) মো: মোর্শেদ কামাল (আইডিয়াল একাডেমি, পালেরহাট) সাংগঠনিক সম্পাদক কাউছার হামিদ (উইনার রেসিডেন্সিয়াল স্কুল) দপ্তর সম্পাদক মো: হানিফ (শাহজালাল আইডিয়াল স্কুল) অর্থ সম্পাদক শাহানা ইয়াছমিন (মান্দারি মডেল স্কুল) প্রশিক্ষক সম্পাদক এমরান হোসেন (রামগঞ্জ এশিয়ান স্কুল) সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন (হায়দারগঞ্জ বন্ধন একাডেমি) বৃত্তি কার্যক্রম সম্পাদক মাওলানা মহি উদ্দিন (হাজিরপাড়া আল বাশার একাডেমি) ক্রীড়া সম্পাদক মো: জয়নাল আবেদিন (কেরোয়া মডেল একাডেমি) প্রচার সম্পাদক মো: সালাহ উদ্দিন মামুন (মাষ্টার মাইন্ড স্কুল, রামগঞ্জ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আনোয়ার হোসেন (কমলনগর ল্যাবরেটরি স্কুল) প্রকাশনা সম্পাদক মো: ইয়াছিন (রামগতি মডেল একাডেমি) নির্বাচিত হয়েছে।
এ সময় বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, হলি হার্ট রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ, হলি গার্লস স্কুলের চেয়ারম্যান সর্দার সৈয়দ আহম্মদ সহ বিভিন্ন প্রাইভেট স্কুল প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। এ কমিটি ২০২১-২২ইং শিক্ষাবর্ষে দায়িত্ব পালন করবে।
উল্লেখ ২০০৬ সালে প্রবীন শিক্ষাবিদ হোসেন আহম্মদ ভূঁইয়ার হাত ধরে প্রাইভেট স্কুল সমূহের এ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রাইভেট স্কুল সমূহের এসোসিয়েশন হিসেবে সরকারি রেজিষ্ট্রেশন লাভ করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]