
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী সভা গতকাল নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার শিক্ষা অফিসার মো: আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু তালেব, ম্যানেজিং কমিটির সদস্য জনাব আব্দুল করিম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয় । এতে শিক্ষক , অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিপুল পরিমাণ লোক উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]