
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে ইমন হোসেন নামের এক গ্রাম পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়।
সোমবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৩ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ইমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ইমন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের সেকান্তর হোসেনের ছেলে। তার মাথা, পিঠ, দুই হাত ও ডান পায়ে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও আহত ইমন জানায়, কাজ শেষে সাইকেলযোগে ইমন বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুইজন লোক তাকে লাথি মেরে সাইকেল থেকে ফেলে দেয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আগ থেকেই হামলাকারীরা ওঁৎ পেতে ছিল। দুইজন হামলা করলেও বাকিরা ঘটনাস্থলের অদূরে অবস্থান করছিল। হামলাকারী দুইজনকে ইমন চিনতে পেরেছে। এর মধ্যে মোরশেদ নামে একজন রয়েছে। অন্যজনের নাম ইমন স্পষ্টভাবে বলতে পারছেন না। হামলাকারীদের সঙ্গে ইমনদের মামলা- মোকদ্দমা রয়েছে।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কী কারণে ইমনের ওপর হামলা চালানো হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে। ইমনের ওপর হামলার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ইমনের সঙ্গেও কথা হয়েছে। হামলাকারীদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে। এজন্যই পরিকল্পিতভাবে হামলা করেছে। তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]