
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন ( ডিসি) অফিসের নতুন গেইটের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে তিনি নবনির্মিত গেইটের উদ্বোধন করেন।
লোক প্রশাসনের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সাহিদা এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করে।
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে উপ বিভাগীয় প্রকৌশী ফারুক হোসেন ও ইন্জিনিয়ার আরিফ ইউসুফ রানার হোসেন রিপন গেইটটির ডিজাইন করেন।
গেইটের মূল ফটকে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্য নারিকেল, সয়াবিন, সুপারি, ও ইলিশের ছবি সংযোজন করা হয়।
দৃষ্টি নন্দন এই ফটক জেলার সার্বিক পরিচয় বহনসহ ক্যালেক্টরেট ভবনের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]