
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মিছিল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ১৭ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্যরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন । এই সময় রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুর্বৃত্তরা হাসপাতাল ভাংচুর ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর ছড়াও হয়।
রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি জামসেদ হোসেন বাকি বিল্লাহ জানান, প্রশাসন বি,এন,পি কে প্রথমে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দিলে তারা শ্রদ্ধা শেষে যাওয়ার পথে উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ নেতা ইসমাঈল মিয়ার অফিসে হামলা করে এবং সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আহত করে। তিনি জানান তাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে তার মধ্যে রায়পুর ছাত্র লীগের সাবেক সেক্রেটারি জুম্মন সুলতান সহ রায়পুর সরকারি হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছে।
অন্যদিকেরায়পুর পৌর বি,এন,পি সভাপতি এ,বি,এম জিলানী বলেন, আমাদের শান্তিপুন্য মিছিলে আওয়ামী লীগ অতর্কিত হামলা করে ২৫ জন নেতাকর্মী কে আহত করে এবং এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]