
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবধান রাখায় লক্ষ্মীপুরের দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধা তাহেরা খাতুন, ও বনশ্রী পাল কে সম্মাননা দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]