১৫ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির মহোৎসবে আতংকিত ব্যবসায়ীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির মহোৎসবে আতংকিত ব্যবসায়ীরা

সুলতানা মাসুমা, (লক্ষীপুর) জেলা প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজারে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্নসহ তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস সিলিন্ডার। বাজারের মুদি, ফোন-ফ্যাক্স, ষ্টেশনারী,রড সিমেন্ট,সার-কিটনাশক,জুতার দোকান, তেল,লাইব্রেরি,কম্পিউটার দোকান ঔষধের ফার্সেমীতে গ্যাস সিলিন্ডার বিক্রি করলেও বিস্ফোরক অধিদপ্তরের বৈধ কাগজ পত্রাদি কিংবা অগ্নিনির্বাপক যন্ত্রাংশ নেই। কর্তৃপক্ষের তদারকি না থাকায় মেয়াদউত্তীর্ন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের আতংকে ভুগছে ব্যবসায়ীরা।

সুত্রে জানায়,সরকারী বিধি তোয়াক্কা করে বাজারে কহিনুর স্টোর,মামুনের দোকান,বিসমিল্লাহ মোবাইল সেন্টার,হারেছ ট্রেডার্সসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির মহাৎসব চালিয়েছে। সরেজমিনে উপস্থিত হয়ে মামুন স্টোরের মালিক মামুন হোসেন,বিসমিল্লাহ মোবাইল সেন্টারের মালিক মিন্টু সহ কয়েকজন সাংবাদিকদের জানায়,মুল ব্যবসার পাশাপাশি কিছু গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানে রেখে বিক্রি করছি। লাইসেন্স করতে অনেক টাকা লাগে,তার মধ্যে ঘুষ তো আছেই।

বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ বলেন,বিস্ফোরক অধিদপ্তর থেকে গ্যাস বিক্রির জন্য পানপাড়ার বাজারে মেসার্স ফারুক ট্রেডার্স এর লাইসেন্স রয়েছে। অন্যরা কিভাবে বিক্রি করছে তা আমাদের জানা নেই। মেসার্স ফারুক ট্রেডার্সেও সত্ত¡াধীকারী মো: ফারুক হোসেন বলেন,পানপাড়া বাজারে অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি বিষয়ে প্রশানের কাছে একাধিবার লিখিত ও মোখিক অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না। অবৈধ ভাবে কালো বাজার থেকে নিম্নমানের গ্যাস সিলিন্ডার বিক্রি কারনে যেই কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটনাতে পারে।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি করীদের বিরুদ্ধে শীঘ্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন