
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সাইফুল ইসলাম অপু নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও তাজা গোলা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলের দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় কোস্টগার্ড।
আটককৃত অপু অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]