১৪ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বাড়ি-ঘর হামলা করার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বাড়ি-ঘর হামলা করার হুমকি
  সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রার্থী সেলিনা ইসলাম বলছেন, দ্বাদশ নির্বাচনের দিন যারা আমার নির্বাচনী ভোট কেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, তাদের বাড়ি-ঘর ভাঙচুর করার হুমকি দিচ্ছে। প্রতিনিয়ত তাদের হুমকিধামকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথাগুলো নিশ্চিত করেন সেলিনা ইসলাম। এসময় তিনি আরও বলেন- তিনি তার (ঈগল) প্রতীকের কর্মীদের বলে দিয়েছেন, আপনারা মনে সাহস নিয়ে কাজ করেন। যদি কেউ আপনাদের বাড়ি-ঘরে হামলা করে (আমি) সেলিনা ইসলাম আপনাদের নতুন ঘর করে দিব। যদি কেউ আমাকে অসম্মান করে, তাহলে তারা আমাদের নেত্রীর সিদ্ধান্তকে অসম্মান করবে। কারণ আমি নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করছি। আমি কাউকে অপমান করতে চায় না। এখানের জনগণ তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা যারা নির্বাচন করব, একজন অন্যজনকে সম্মান দেখিয়ে কথা বলবো। স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম তার স্বামী পাপুল এমপির প্রসঙ্গে তিনি বলেন, তারা স্বামী-স্ত্রী দেশ-বিদেশের ষড়যন্ত্রের শিকার। তাই দীর্ঘদিন দায়িত্ব পালন করেও এ আসনের মানুষের জন্য বেশিকিছু করতে পারেননি। তবে এ আসনের প্রতিটি গ্রাম-গঞ্জে মানুষ আমাদের সম্পর্কে ভালো জানেন। তাদের ভালোবাসায় আমি এ নির্বাচনে অংশগ্রহণ করছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন