১৫ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে নকল কীটনাশক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে নকল কীটনাশক আটক

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নকল কিটনাশক আটক করে ব্যবসায়ী মের্সাস ভাই ভাই বানিজ্য বিতানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান।

শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হাজির হাট তালপট্রি এলাকায় এ নকল কিটনাশক আটক করে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, ইকতারুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন আমু, মো. ফয়েজ।

কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড নামে কোম্পানি এরিয়া ম্যানেজার তাকে ফোন দিয়ে নকল কিটনাশকের তথ্য জানান। পরে তিনি মের্সাস ভাই ভাই বানিজ্য বিতানে ‘বেল্ট’ নামে নকল কিটনাশক আটক করেন। এবং দোকানের তালা মেরে দেয়া হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর টেরিটরি ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, বায়ার কোম্পানির বেল্ট কিটনাশক হচ্ছে গুরো দানা- কালো রং। প্যাকেট পুরো ক্লিক, পিছনের সাইটে কোম্পানির লোগো বের হয়ে থাকে। আর নকল কিটনাশক টির হচ্ছে বড় দানা ও সাদা রং। প্যাকেট ঝাপসা ও পিছনের সাইডে লোগো অর্ধেক করা।

কৃষকের কাছ থেকে জানতে পারি বেল্ট কিটনাশক কাজ করছে না। বেল্ট কিটনাশকের দানার রং কালো। এখন হচ্ছে সাদা ও বড় বড় দানা তখনই সন্দেহ হয়। তখন কৃষক দিয়ে বেল্ট ক্রয় করে দোকান নির্নয় করা হয়। এবং কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নকল কিটনাশক আটক করে দোকানে তালা দেয়া হয়। তখন নকল ও আসল কিটনাশক যাচাই করতে ল্যাবে পাঠানো হয়। এবং দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও নকল কিটনাশক জব্দ এবং তালা খুলে দেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন