১৪ অক্টোবর ২০২৫

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার ফিলিস্তিনি মডেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার ফিলিস্তিনি মডেল
বাংলাপ্রেস ডেস্ক:  প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি নাদিন একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত। মঙ্গলবার ইনস্টাগ্রামের এক পোস্টে নাদিন লেখেন, ‘আমি সম্মানিত বোধ করছি যে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করবে ফিলিস্তিন।আমি কেবল একটি খেতাব নিয়ে নয়, বরং একটি সত্য নিয়ে মিস ইউনিভার্স মঞ্চে পা রাখছি।’ এক বিবৃতিতে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, তারা নাদিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এরপর নাদিন লেখেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’ এটি প্রতিটি ফিলিস্তিনির জন্য যারা প্রতিকূলতার পরেও উঠে দাঁড়ায়—এমনটা উল্লেখ করে এরপর এই সুন্দরী আরো লেখেন, ‘প্রত্যেক শিশুর জন্য যারা শান্তি, মর্যাদা এবং সম্ভাবনার জীবনের যোগ্য। আমি তোমাদের সাথে চলি।আমি তোমাদের হয়ে কথা বলি। আমি আমার হৃদয়ে এবং আমার প্রতিটি ধাপ জুড়ে ফিলিস্তিনকে বহন করি।’ উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগিরা অংশ নেবেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন