বাংলাপ্রেস ডেস্ক: শিল্পী পারভেজ খান বলেছেন, ‘মনের খোরাকের জন্য গান করি। কাউকে দেখানোর জন্য না। যারা গান ভালোবাসে তাদের জন্য কিছু করার চেষ্টা করি। গান ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিই।সবাই ভালোবাসে।’
সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘সুরের তারা’ অনুষ্ঠানের এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গান মূলত আমার বাবার কাছ থেকেই শিখেছি, তালিম নিয়েছি। আমার বাবা একজন সংগীতশিল্পী।আমার দাদুও একজন সংগীতশিল্পী ছিলেন। ফ্যামিলিগতভাবেই আমরা গানবাজনা করি।’তিনি আরো বলেন, ‘আমার ফোক গানের প্রতি ঝোঁক বেশি।’ আইডল হিসেবে বারী সিদ্দিক ও আইয়ুব বাচ্চুর কথা জানান তিনি।তা ছাড়া ফোক গান তার পছন্দ।
পারভেজ খান বলেন, ‘মানুষের বাস্তবতা নিয়ে গান করার চেষ্টা করি। এখন তো আমাদের সমাজে পিওর লাভ কোথাও নাই। সেই সুবাধে আমি গানগুলো লিখি ভেঙে পড়া মানুষদের জন্য।’
এই শিল্পী বলেন, ‘আমার মা-বাবার স্বপ্ন ছিল জীবনে যেন ভালো কিছু করি।ছোটবেলায় তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। গানের জন্য বাবা সব সময় তালিম দিতেন। এখন একজন রিকশাওয়াল যখন বলে ভাই আমি আপনার গান শুনি এটাই আমার বড় প্রাপ্তি।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]