
মোটা অংকের পারিশ্রমিক দাবি করেছেন শাহরুখ খান !



বাংলাপ্রেস বিনোদন: এক সময়ে একতা কপূরের সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ ঝড় তুলেছিল টেলিভিশনে। আবার ড্রয়িং রুমে ফিরতে চলেছে অনুরাগ বসু আর প্রেরণা-র প্রেম কাহিনি। টিভির পর্দায় আবার শুরু হতে চলেছে সিরিয়ালটি। সিকোয়েল হিসেবে এই সিরিয়ালটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এই সিরিয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই সিরিয়ালের প্রোমোশনাল ভিডিওতে কাজ করেছেন এসআরকে। জানা গিয়েছে শাহরুখকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে একতা কপূরকে। কিন্তু শেষ পর্যন্ত জিতেন্দ্র-কন্যার ডাকে সাড়া দিয়েছেন কিং খান। আর এই প্রোমোশনাল ভিডিও-য় কাজ করার জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি।
জানা গিয়েছে, প্রথমে একটি ভিডিও-তে কাজ করার কথা ছিল শাহরুখের। তার জন্য ৫ কোটি টাকা চেয়েছিলেন তিনি। তার পরে মোট তিনটি ভিডিও-তে কাজ করার প্রস্তাব দেন একতা। তখন আরও ৩ কোটি টাকা দাবি করেন বাদশা।
বাংলাপ্রেস/ আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)