বাংলাপ্রেস ডেস্ক: একই দিনে— অর্থাৎ ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বলিউডের দুই সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ও ‘বাঘি ৪’। দেখতে দেখতে ১০ দিন পেরিয়ে গেলেও দুটি ছবির কোনোটিই শতকোটির ঘরে পৌঁছতে পারেনি।
যদিও এ হর্ষ পরিচালিত ‘বাঘি ৪’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। এই ছবিতে টাইগার শ্রফকে আরো একবার অ্যাকশন করতে দেখার জন্য দর্শকরা অধীর অপেক্ষায় ছিলেন।কিন্তু ছবিটির বক্স অফিস কালেকশন সে অর্থে জমে ওঠেনি। উদ্বোধনী দিনে ১২ কোটি রুপি, আর দশম দিনে ২.১৫ কোটি রুপি সংগ্রহ করেছে।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ভারতীয় বক্স অফিসে এখনো পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ হয়েছে ৪৯.৭৫ কোটি রুপি। যা খুব একটা প্রশংসাজনক নয়।এমনকি, ছবির ব্যয় তুলতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর অবস্থা ‘বাঘি ৪’-এর থেকেও খারাপ। পশ্চিমবঙ্গের কোনো হলেই দেখানো হচ্ছে না ছবিটি। এই ছবিটি উদ্বোধনী দিনে মাত্র ১.৭৫ কোটি রুপি সংগ্রহ করেছিল।স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘দ্য বেঙ্গল ফাইলস’ গতকাল রবিবার ১.০৭ কোটি রুপি সংগ্রহ করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ মাত্র ১৪.০৭ কোটি
রুপি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]