
মুক্তি পেল বলিউডের খ্যাত শাহরুখ খানে বহুল প্রতীক্ষিত ‘জিরো’ ছবি ট্রেলার


বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খানের ৫৩তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে তার বহুল প্রতীক্ষিত ‘জিরো’ ছবি ট্রেলার। আর গেলো ২১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটির গল্প ‘বাউয়া’ নামের এক খর্বাকৃতির ব্যক্তিকে নিয়ে। চরিত্রটি রূপায়ন করেছেন শাহরুখ। ছবিটিতে আরও অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ব্যতিক্রমধর্মী কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি। সিনেমাটি নিয়ে পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘‘আমি ‘জিরো’র মতো একটি সিনেমা করতে পেরে ভীষণ খুশি। সিনেমাটির গল্প তিনজন অসম্পূর্ণ ব্যক্তিকে নিয়ে যারা তাদের লক্ষ্য পূরণ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। সিনেমাটিতে প্রত্যেকটি মানুষের জন্য কিছু না কিছু রয়েছে কারণ প্রত্যেক মানুষই তাদের জীবনে কোনো না কোনো জায়গায় অপরিপূর্ণ। শাহরুখের সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় পাওয়া, আর তার জন্মদিনে ট্রেলারটি প্রকাশ করতে পেরে খুবই খুশি।’’ শাহরুখ খান বলেন, ‘‘খুবই মজার এবং অন্যরকম একটি ছবি ‘জিরো’। যেটি আমার খুবই প্রিয়। এর চরিত্রগুলো কিছুটা নতুন তবুও যেন সবার সঙ্গে মিল রয়েছে, যা দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করবে। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই আলাদা একটি জগত তৈরি করেছেন আনন্দ এল রাই, আর এটিই সিনেমার সবচেয়ে বড় বিষয়। ভক্তদের মাঝে সিনেমাটির ট্রেলার পৌঁছে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি।’’ এদিকে সিনেমাটি নিয়ে আনুশকা শর্মা বলেন, ‘‘এ রকম অসাধারণ একটি প্রজেক্টে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা চোখে যতটুকু দেখতে পাচ্ছি তার চেয়ে আরও বড় কিছু হচ্ছে ‘জিরো’।’’ অন্যদিকে ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমাদের ট্রেলার নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি। আমরা প্রত্যেকে এমন চরিত্রে অভিনয় করেছি যা আগে কখনো করিনি। আর এ জন্যই সিনেমাটি আমাদের কাছে বিশেষ।’’ রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





