
নাচতে নাচতে বিয়ে করতে গেলেন রণবীর


বাংলাপ্রেস অনলাইন: দীপ-বীরের বিয়ে কোনও উৎসবের থেকে কম নয়। তাঁদের বিয়ে নিয়ে উৎসাহের অন্তও নেই। আজ সিন্ধ্রি মতে বিয়ে সারলেন তাঁরা। যা আনন্দ করাজ নামে পরিচিত। তাঁদের নিজস্ব চিত্রসাংবাদিক ছাড়া অন্য কারোর ছবি তোলা একেবারেই নিষেধ। লেক কোমোর স্বর্গীয় পরিবেশ, ক্লাসিক বলিউড মিউজিক ও তাঁক সঙ্গে ঢোল পরিপূর্ণতা দিয়েছে বিয়ের আবহকে।
সিন্ধ্রি রীতি অনুযায়ী এই দম্পতি সাত ফেরে নেন এবং একে অপরকে প্রতিশ্রুতিও দেন। রণবীর তাঁর স্বাভাবিক ভঙ্গিতেই বরযাত্রী নিয়ে হাজির হন বিয়ের মণ্ডপে। শুধু তাই নয়, 'মেরা প্যান্ট ভি সেক্সি', 'চুনারি চুনারি' ও 'ওয়ান টু কা ফোর' গানে চুটিয়ে নাচও করেন তিনি। সাদা শেরওয়ানি ও লাল পাগড়িতে দেখা যায় তাঁকে। দীপিকা মণ্ডপে হাজির হন গোলাপি লেহেঙ্গায়।
গতকালের থিম অনুযায়ী দুই পরিবারকেই সাদা ও সোনালি পোশাকে দেখা যায়। বিয়ের পরেই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় টুইটার। বলিউড তারকা থেকে শুরু করে দীপ-বীরের অনুরাগীরা অভিনন্দন জানান তাঁদের। শোনা যাচ্ছে, কাল বিয়ে সম্পন্ন হওয়ার পরে পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে পার্টিও করেন দীপিকা-রণবীর।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





