
নান পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কে নয়া মোড় !


বাংলাপ্রেস অনলাইন: নান পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কে নয়া মোড়। এবার বলিউড অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। জানালেন, মহিলাদের উপর ঘটে চলা অত্যাচারকে কোনও মতেই বরদাস্ত করা যায় না। এর যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন৷ ভারতেও #MeToo-র মতো সোশ্যাল মিডিয়া অভিযান শুরু করা প্রয়োজন। শ্লীলতাহানি থেকে শুরু করে যে কোনও ধরনের অত্যাচারের বিরুদ্ধে মহিলাদের আরও বেশি করে সরব হওয়া প্রয়োজন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি আরও বলেন, এই সরকারের আমলেই নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ‘SHe Box’ নামে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ অভিযান শুরু হয়েছে৷ যেখানে তাঁদের উপর ঘটে যাওয়া বা ঘটে চলা অত্যাচারের কাহিনি জানাতে পারছেন মহিলারা৷ সরাসরি তা গ্রহণ করছে জাতীয় মহিলা কমিশন৷ সেই মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ সপ্তাহখানেক আগে নিজে মুখেই নানার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন বাঙালী অভিনেত্রী৷ তারপর থেকেই দু’জনকে নিয়ে কানাঘুষো চলছেই৷
তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর যৌন হেনস্তা করে৷ এমনকী মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে দিয়ে তাঁকে মারধর করানো হয় বলেও অভিযোগ৷ এই অভিযোগ সামনে আসার পর থেকেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ তনুশ্রী যখন যৌন হেনস্তার অভিযোগে সরব, তখন নানা সেই দাবি নস্যাৎ করেছেন অভিযুক্ত নানা পাটেকর৷ অভিনেত্রীর কাছে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি৷ তবে এই কঠিন পরিস্থিতিতে বলিউডের অনেকেই যদিও তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন৷ তাঁর হয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, ফ্রিডা পিন্টো প্রমুখ বলিউড অভিনেতারা৷ এই বিষয়ে ‘স্পিকটি নট’ বিগ বি অমিতাভ বচ্চন এবং মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান৷
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)