১৩ অক্টোবর ২০২৫

‘নারী সালমান খান’ হতে চান ধনশ্রী ভার্মা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘নারী সালমান খান’ হতে চান ধনশ্রী ভার্মা
বাংলাপ্রেস ডেস্ক:  রিয়েলিটি শোতে অনেক সময় সেলিব্রেটিরা খোলামেলা কথা বলেন। তেমনই নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে মুখ খুললেন ধনশ্রী ভার্মা। বর্তমানে তিনি আশ্নির গ্রোভার সঞ্চালিত রাইজ অ্যান্ড ফল শোতে প্রতিযোগী হিসেবে আছেন। সেখানে জানালেন— এখন তার জীবনে সম্পর্ক বা বিয়ে কোনো অগ্রাধিকার পাচ্ছে না।
শোতে নয়নদীপ রক্ষিত ও পবন সিংয়ের সঙ্গে আলাপচারিতায় ধনশ্রী বলেন, না, এখন আমি আমার জীবনে কাউকে চাই না। সম্পর্কে অনেক কিছু সহ্য করেছি। আমি এই ইন্ডাস্ট্রির নারী সালমান খান হয়ে থাকব।
তিনি আরও জানান, একবার স্বপ্নে নিজেকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির হলুদ সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার প্রসঙ্গ উঠতেই মজা করে স্পষ্ট করেন, প্রেম এখন তার জীবনের অংশ নয়। ধনশ্রীর এই বক্তব্য এসেছে তার বহুল আলোচিত বিবাহবিচ্ছেদের কয়েক মাস পর। তিনি ক্রিকেটার যুজভেন্দ্র চাহালের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। চার বছরের সংসারের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্সের আবেদন হয় এবং এ বছরই তা চূড়ান্ত হয়। ডিভোর্সের পর ধনশ্রী বলেছিলেন, তিনি মর্যাদা ও আত্মসম্মানকে অগ্রাধিকার দেন। তাই সম্পর্ক ভাঙলেও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। অন্যদিকে, যুজভেন্দ্র চাহাল এখন কনটেন্ট ক্রিয়েটর আরজে মহভাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন