১৩ অক্টোবর ২০২৫

নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৪ এএম
নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে : কেট উইন্সলেট

বাংলাপ্রেস ডেস্ক:   হলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী কেট উইন্সলেট। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। অভিনয়ে চার দশক পেরিয়ে আজও তিনি হিট এন্ড ফিট।

 

সদ্যই ৫০ বছরে পা দিয়েছেন এ গুণী অভিনেত্রী। ৪ অক্টোবর ছিল তার ৫০ তম জন্মদিন। ৫০ পূর্ণ হওয়া উপলক্ষে ‘ভোগ ইউকে’তে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তিনি জানান, নারীর বয়স যত বাড়ে, তত সুন্দর হয়ে ওঠে।

 

বনশ্রীতে রহস্যময় পরিবার, ৫ বছর ধরে ঘর থেকে বের হন না মা ও দুই ছেলে!

 

কেট উইন্সলেট বলেন, ‘নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন। আমাদের মুখ আসলে আরও নিজের মতো হয়ে ওঠে, হাড়ের গড়নে ঠিকঠাক বসে যায় জীবনের ছাপ, ইতিহাস যুক্ত হয়। আমি চোখের কোণের রেখা, হাতের পেছনের বলিরেখাকে খুব সুন্দর মনে করি।’

পঞ্চাশে পা দিয়ে নতুন পরিকল্পনা করেছেন কেট, ‘আমি ৫০তম বছরে ৫০টা ভালো কাজ করব।

 

হয়তো কোনো পাহাড়ে উঠব, যেখানে আগে যাইনি, কিংবা কোনো নতুন জায়গায় যাব, অথবা নিছক কারও জন্য একটা ভালো কাজ করব। আমি একটা ছোট তালিকা তৈরি করছি।’

 

‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

 

১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান কেট। পরের বছরগুলোয় কেট ঝুঁকি নিয়েছেন, তাকে দেখা গেছে ‘হোলি স্মোক!’, ‘কুইলস’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’সহ নানারকম ভিন্নধর্মী কাজে। ২০০৮ সালে ‘দ্য রিডার’–এর জন্য জিতেছেন অস্কার।

 

সিনেমার সঙ্গে টিভিতেও সাফল্য পেয়েছেন কেট, এইচবিওতে তাঁর মিনি সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সম্প্রতি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমাতেও দেখা গেছে অভিনেত্রীকে।

 

 

বিপি>টিডি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন