১৪ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এ সেমিনার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক জামাল হোসেন বিষাদ, এফপিএবির জেলা কর্মকর্তা ডা. মো. নুরুল আলম লিটন, ব্র‍্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, পৌর কল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। সভায় সংগঠনের সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামির বাংলাদেশ গড়তে তাদের অবদানগুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে। এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”। পরে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্য একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন