বাংলাপ্রেস ডেস্ক: ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার পর থেকেই অন্তর্জালে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। কারণ আজ তার জন্মদিন। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার পেলেন গায়ক।
এদিন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে বড় পর্দায় বেজে উঠেছে ইভানের গান! নেইমারের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন মিয়া।যিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ ও তাঁর বাবার ম্যানেজার।
বাড়ির সুইমিংপুল থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে, তখন অ্যাশেজ ব্যান্ডের ‘তামাক পাতা’ গান বাজছিল। সেই ভিডিওর ক্যাপশনে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান রবিন।
ভিডিওটি শেয়ার করে ইভান লিখেছেন, নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ–এর গান দেখে বেশ ভালো লাগছে।ভিডিওর মন্তব্যে জুনায়েদ ইভান লিখেছেন, ‘ভালোবাসি ভাই! আপনি সুন্দর।’
এদিকে জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার এক পোস্টে ইভান জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও জন্মদিনে একজন দরিদ্র অসুস্থ মানুষের চিকিৎসার জন্য কাজ করবেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]