১৪ অক্টোবর ২০২৫

নেটিজেনদের কটাক্ষের মুখে ক্যাটরিনা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নেটিজেনদের কটাক্ষের মুখে ক্যাটরিনা !

বাংলাপ্রেস অনলাইন: প্রত্যেক বছরই ধুমধাম করে সালমান খানের বাড়িতে গণেশ পুজো হয়৷ সেকথা জানা সকলেরই। তবে গত বছর বলিউডের ভাইজানের বাড়ির বদলে সেই পুজো হচ্ছে সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে। বোন অর্পিতার ইচ্ছেতেই এই পুজো তাঁর বাড়িতে হচ্ছে। স্বভাবতই এবারও তেমনটাই হল। অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজোর সেলিব্রেশনে সেখানে হাজির ছিল গোটা খান পরিবার।

বৃহস্পতিবার রাতে গণেশ পুজোর সময় সালমানের মা সালমান খান, সালমান খান, সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে গণপতি বাপ্পার আরতি করলেন। তবে বিপত্তি হল ক্যাটরিনা কাইফের সময়। কিছু না বুঝেই উলটো দিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা। যদিও পুজোর হইহট্টগোলে সে বিষয়টি সেখানে উপস্থিত কেউ দেখেননি৷ কিন্তু বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায়নি।

গণেশ পুজোর আরতির ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও নেটিজেনদের চোখে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন ক্যাট। এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন ক্যাটরিনা ভুল ভাবে আরতি করছেন, কেউ তো তাঁকে শিখিয়ে দিন। কেউ আবার লিখেছেন, ইনি এখনও জানেন না কীভাবে আরতি করতে হয়? কেউ আবার লিখেছেন, আরতির আগে ক্যাটরিনা নিয়ম জেনে নিলেন না কেন? আবার কারও মতে, ক্যাটরিনার এই কাণ্ড অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন