
নিজের 'স্তন' দান করতে চান রাখি সাওয়ান্ত !



বাংলাপ্রেস অনলাইন: সব সময়ই বিতর্কে জড়িয়ে পড়েন মডেল, অভিনেত্রী, ডান্সার তথা ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্ত ৷ ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী ৷ আর তাতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক ৷
নিজের ইনস্টাগ্রামে বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন রাখি। যে ভিডিওতে রাখির বক্তব্য খানিকটা এইরকম। তাঁর কথায়, ''সমাজসেবার জন্য, মানুষের ভালোর জন্য অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। কেউ চক্ষু দান করেন, কেউ কিডনি, কেউ বা শ্বাসযন্ত্র দান করেন, আমিও এই পথেই হাঁটতে চাই। আমার শরীরের সব থেকে সুন্দর অঙ্গ হল 'স্তন', আর আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।'' এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ৷

ই ইন্টারনেট জুড়ে চলছে নানা সমালোচনা। তাঁর এই ঘোষণাকে ভালোভাবে নিতে পারেননি কেউ। অনেকেই বিষয়টি হাস্যরস করেছেন। অনেকে আবার বলছেন, এই ঘোষণার মাধ্যমে রাখি প্রকৃত দানকারীদের অপমান করেছেন।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)