১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা-নিকের বিবাহ-পূর্ব ‘দাম্পত্য ঝরনা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা-নিকের বিবাহ-পূর্ব ‘দাম্পত্য ঝরনা’
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে ব্যাপক ধুমধামে অনুষ্ঠিত হলো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস-এর বিবাহ-পূর্ব অনুষ্ঠান ‘দাম্পত্য ঝরনা’ বা ব্রাইডাল শাওয়ার। স্থানীয় সময় গত রবিবার নিউ ইয়র্কের টিফানি ব্লু বক্স ক্যাফেতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দু’জনেরই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চলতি বছরে বিয়ে নিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সবচেয়ে বেশি আলোচিত ছিলেন। প্রতিদিনই খবরের কাগজে তার বিয়ে নিয়ে শিরোনাম হয়! অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু মুবিনা রাত্তোনসেই ও অঞ্জুলা আচার্য। অনুষ্ঠানে অতিথির তালিকায় ছিলেন হলিউড তারকা কেলি রিপা, লুপিতা নিয়োঙ্গো, প্রিয়াঙ্কার হবু ননদ ড্যানিয়েল জোনাস ও তার কন্যা এলিনা। তবে এই অনুষ্ঠানেও বিয়ের তারিখ জানাননি তারা। তবে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস চাইছেন ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে। ব্রাইডাল শাওয়ার অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিয়ের তারিখ জানতে চাইলেও মুখ খোলেননি তারা। তবে অনুষ্ঠানস্থলের বাইরে গণমাধ্যমকর্মীদের প্রিয়াঙ্কা চোপড়া বলেন, এ আয়োজনের জন্য তিনি অনেক উত্তেজিত ও উচ্ছ্বসিত। এই যুগলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দ্রুতই প্রিয়াঙ্কা-নিক নিউ ইয়র্কে বিয়ের শপথ গ্রহণ করবেন। প্রিয়াঙ্কার টিম তার জন্য ব্রাইডাল শাওয়ার আয়োজন করে। সেখানে সাদা রঙের মার্চেসা ফেদার্ড ড্রেস ও পাম্প শু পরা প্রিয়াঙ্কাকে অপরূপ দেখাচ্ছিল। সঙ্গে ছিল টিফানির হীরার হার। প্রিয়াঙ্কার স্টাইলিস্ট মিমি কাটরেল ওই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে দেন। প্রিয়াঙ্কা ও নিক নিউ ইয়র্কে অবস্থান করছে বেশ কয়েকদিন ধরেই। তাদের একটি রেস্তোরায় দেখা যায়। একটি গানের অনুষ্ঠানেও একসঙ্গে অংশ নেন তারা। উল্লেখ্য, গত ১৮ আগস্ট এ যুগলের বাগদান হয়। তার পর থেকেই দুজন দেশ-বিদেশ ঘুরছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন