১৫ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯টি দোকান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে গভীর রাতে  আগুনে  পুড়ল ৯টি দোকান
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেন,এ অগ্নিকান্ডে তাদের ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগ গভীর রাতে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মুকবুল চৌধুরী হাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুকবুল চৌধুরী হাট বাজারের ব্যবসায়ী জি এম মুজাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে মুকবুল চৌধুরী হাট বাজারের কোহিনুর জুয়েলার্সে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৯টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ফল বিতান ১টি, মুদি দোকান ২টি, সাইকেল গেরেজ দুটি, কম্পিউটার দোকান ১টি, মিষ্টি দোকান ১টি, সিমেন্ট দোকান ১টি, কনফেকশনারী দোকান ১টি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান মো.নেওয়ামত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন