১৫ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১মে) বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্র সচিব মাদককে না বলুন এবং মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য সকলকে আহবান জানান এবং উপস্থিত সকলকে মাদক মুক্ত সমাজ গঠনের শপথ করান। জেলার ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভাসহ ১০টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্ধোধনী খেলায় কবিরহাট উপজেলা দল নোয়াখালী সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। ২১ মে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে। এর আগে মাদক সম্পর্কে সচেতন করতে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দেরকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পরে নোয়াখালীর ইতিহাস ও ঐহিত্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দীন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন