বাংলাপ্রেস ডেস্ক: ১৫ আগস্ট মুক্তি পাবে ভারতের দুটি বড় ছবি; একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি ছবিই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত।তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।অগ্রিম টিকিট বিক্রিতে যোজন এগিয়ে রজনীকান্ত অভিনীত ‘কুলি’। গতকাল অব্দি উত্তর আমেরিকায় বিক্রি হয়েছে প্রায় ১৩ কোটি রুপির টিকিট। গতকাল তামিলনাড়ুতে সীমিত পরিসরে শুরু হয় ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি, আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে এ ছবি। এতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।
অন্যদিকে উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’র টিকিট বিক্রি গতকাল পর্যন্ত মোটে তিন কোটি রুপি। ভারতে বিক্রি শুরু হবে আগামীকাল থেকে।এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]