
অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন আজ


বিনোদন ডেস্ক: আজ ১৫ জানুয়ারি জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ শমী কায়সারের জন্মদিন। এবারের জন্মদিনে বিশেষ কোন আয়োজন নেই। নিজের মতো করেই সময় কাটাবেন তিনি।
তবে জন্মদিনে শমী কায়সার তার ভক্ত, দর্শকের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। শমী কায়সার বলেন,‘ জন্মদিনে সবার কাছে শুধু দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’ শমী কায়সার সর্বশেষ চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘সাড়ে তিন খানা চিঠি’ নাটকে অভিনয় করেছেন। এটি ছিলো চয়নিকা চৌধুরী নির্দেশিত একটি শিক্ষনীয় নাটক।
অভিনয় জীবনের শুরুটা জানতে চাইলে শমী বলেন, ‘সেতো আসলে আশির দশকের শেষপ্রান্তের কথা। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে আমার অভিষেক ঘটে। এর পরপরই তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’তে অভিনয় করি। এটি নির্মাণ করেছিলেন আবদুুল্লাহ আল মামুন।’ শমী কায়সার অভিনীত আলোচিত নাটক তবে আমার ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘স্পর্শ’, ‘একজন আরিয়ানা’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’, ‘পরিচয়’, ‘সম্পর্ক’ ইত্যাদি। শমী কায়সার বলেন,‘ দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলাম আমি। এর মধ্যে একটি চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ও অন্যটি তানভীর মোকাম্মেলের ‘লালন’। দুটি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ অভিভূত ছিলাম আমি।’ সূত্র: ইয়েস নিউজ
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





