১৩ অক্টোবর ২০২৫

অ্যাওয়ার্ড বাণিজ্য বন্ধ করা যায় না?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অ্যাওয়ার্ড বাণিজ্য বন্ধ করা যায় না?
বাংলাপ্রেস ডেস্ক:  সৃজনশীল ও সেবামূলক কাজের স্বীকৃতি খুব প্রয়োজন। যাঁরা এসব কাজ করেন, পুরস্কার পেলে তাঁরা প্রেরণা পান, কাজের স্পৃহা বাড়ে। শোবিজের বিভিন্ন সেক্টরেও তাই পুরস্কার প্রদানের বিষয়টা খুব জরুরি। গত দু-তিন মাসে বেশ কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠানের ছবি ও সংবাদ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে।আমি একজন শোবিজকর্মী, এসব দেখে আমার ভালো লাগার কথা। কিন্তু মোটেও ভালো লাগেনি। কারণ এই পুরস্কারগুলো কেন দেওয়া হচ্ছে, কোন কোন বিভাগে দেওয়া হচ্ছে তার উল্লেখ নেই এবং যিনি পুরস্কার পাচ্ছেন তাঁকে কারা বাছাই করেছেন, কেন বাছাই করেছেন, সেটারও ব্যাখ্যা নেই। এমন অনেক শিল্পীর হাতে পুরস্কার দেখলাম, যাঁরা গত কয়েক বছরে কোনো কাজই করেননি।জনপ্রিয় শিল্পীরা বছরে ভালো-মন্দ মিলিয়ে বহু গান, নাটক বা ছবি করেন, তাঁদের সব কাজ তো পুরস্কারযোগ্য হবে না। তবু তাঁদের হাতেই তো পুরস্কার উঠবে। অথচ এমন মানুষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যিনি কোনো কাজই করেননি! এগুলো প্রকৃত শিল্পীদের সত্যিই কষ্ট দেয়। আমার মতে, প্রকৃত শিল্পীরা এ ধরনের কোনো পুরস্কার নেবেন না।তাঁকে জানতে হবে, কেন তাঁকে পুরস্কৃত করা হচ্ছে। যাঁরা এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন এবং হাতে পুরস্কার নিয়ে বিজয়ের হাসি হাসেন, তাঁদের দেখলে আমার ভীষণ মায়া হয়। কারণ অবচেতন মনে নিজেকেই ছোট করছেন তাঁরা।অ্যাওয়ার্ড বাণিজ্য বহু বছর ধরেই চলছে আমাদের দেশে। ইদানীং একটু বেড়েছে বলেই মনে হচ্ছে।এসব অ্যাওয়ার্ড বাণিজ্য বন্ধ করা যায় না? দেশে কিন্তু ভালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছে কিছু গণমাধ্যম। আছে সরকারি পুরস্কারও। পুরস্কারযোগ্য শিল্পী বাছাইয়ে তাদের পদ্ধতি আপনার-আমার পছন্দ না-ও হতে পারে, সেটা নিয়ে তর্কবিতর্ক থাকতে পারে, এটাকে সাধুবাদ জানাই। শিল্পমাধ্যমটাই এমন, আমার চোখে যে শিল্প বা পারফরম্যান্স ভালো, অন্যের চোখে সেটা ভালো না-ও হতে পারে। এটাই স্বাভাবিক। তবে দিনশেষে শিল্পীরও দায় থাকে। আপনি কোন পুরস্কার পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন? সেটা একবার চুপিচুপি নিজেকে জিজ্ঞেস করে নেবেন। শৈল্পিক মনের এই সততা থাকাটাও খুব জরুরি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন