১৫ অক্টোবর ২০২৫

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বক্তারা বলেন, সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক প্রয়োজন। গানের মাধ্যমে নৈতিকতা গড়ে ওঠে না, বরং তা ক্ষয়িষ্ণু করে। কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হয়ে উঠবে। বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং এতে বিদেশি সংস্কৃতির প্রভাব বিস্তার ঘটছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। দেশের অধিকাংশ মানুষ মুসলমান হলেও শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি এই দাবি উপেক্ষা করে তবে আলেম-ওলামা ও সাধারণ মুসলিমদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ শেষে জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ এবং ইসলামি শিক্ষার প্রসার ঘটানোর দাবি জানান। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন