১৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বাংলাপ্রেস, ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে উসকানিসূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। পরে শুনানি শেষে বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আরজিতে বাদী নাজিম উদ্দিন মুহুরী অভিযোগ করেন, গত ২৯ মে ফটিকছড়িতে এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন এবং তাঁর বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। শুনানি শেষে নাজিম উদ্দিন মুহুরী সাংবাদিকদের বলেন, ঘটনার দিন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন গিয়াস কাদের চৌধুরী। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এমনকি বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে তার চেয়েও কঠিনভাবে শেখ হাসিনাকে হত্যা করা হবে বলে বক্তব্য দেন। এই কথা মাইকে শুনতে পেয়ে দ্রুত থানায় যান বলে জানান নাজিম উদ্দিন মুহুরী। এ বিষয়ে যথাযথভাবে আইনের আশ্রয় নিতেই তিনি আদালতে এসেছেন বলেও জানান মামলার বাদী। বাদীপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মাননীয় আদালত বাদীর ২০০ ধারার জবানবন্দি গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে এইটা ৫০১ এবং ৫০৫ এর এ ধারাসহ বিভিন্ন ধারায় সরাসরি অপরাধ আমলে নিয়ে সরাসরি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা বিশ্বাস করি আইনের শাসন আছে।’এ ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সর্বোচ্চ শাস্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন এই আইনজীবী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন