বাংলাপ্রেস ডেস্ক: দেব-শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন একটা প্রজন্ম। তারই যেন আঁচ পাওয়া গেল সিনেমা মুক্তির পর। প্রায় ১০ বছর পর প্রেক্ষাগৃহে আসা এই জুটির ‘ধূমকেতু’ মুক্তি পাবার পর প্রেক্ষাগৃহে যেন ঝড় বইছে। বক্স অফিস কালেকশন ভেঙে দিচ্ছে অতীতের সব বাংলা সিনেমার রেকর্ড।রবিবার তৃতীয় দিনে ছবির বক্স অফিস কালেকশন দাঁড়ায় ১.৮৭ কোটি রুপিতে। সব মিলিয়ে ৭ কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। শুধু তাই নয় একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। এ শুধু ছবির টিমের জন্য নয় বরং বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক স্বস্তির খবর।
ছবির এমন সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটির ব্যবসা ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]