১৪ অক্টোবর ২০২৫

প্রেমের টানে ক্যালিফোর্নিয়া থেকে বরিশালে, ফেসবুকে নানা বিদ্রূপ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রেমের টানে ক্যালিফোর্নিয়া থেকে বরিশালে, ফেসবুকে নানা বিদ্রূপ !

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের ছেলে আর আমেরিকার মেয়ে। প্রেমের টানে উড়ে এসে বরিশাল শহরের ছেলে মাইকেল অপু মণ্ডলের সাথে বাগদান করলেন ক্যালিফোর্নিয়ার মেয়ে সারা কুন। সূত্রঃ বিবিসি বাংলা।

ফেসবুকে এ নিয়ে খবর এবং ছবি প্রকাশের সাথে সাথে তা ভাইরাল। সেই সাথে শুরু অঝোর ধারায় মন্তব্য। কিন্তু এসব মন্তব্য বিচার করলে দেখা যায় এর মধ্যে অনেকগুলো একেবারেই বর্ণবাদী এবং অবমাননাকর। এই আন্ত-মহাদেশীয় প্রেমের পাত্রপাত্রীদের গায়ের রঙ নিয়ে কালোজাম-চমচমের উপমা টানা হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মো. ফারুক হাসান জয় নামে একজন মন্তব্য করেছেন, "আবারো প্রমাণ হলো কালো কালো কাউয়ার কপালে সাদা সাদা পরি আসে।"

নিয়ামুল হাসান লিখেছেন, "আমরা জিআরই, আইএলিএস-এর পেছনে ছুটবো ক্যান! রং মিস্ত্রির থেকে দিকনির্দেশনা নিয়ে এগুতে হবে।"

এই বিয়ের ভবিষ্যৎ নিয়েও নানা রকম শঙ্কা এবং সন্দেহ প্রকাশ করা হয়েছে। মোস্তাফিজুর আর কামাল মন্তব্য করেছেন, "বিয়ের পরে কি হয় সেটারও নিউজ কইরেন।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরীন বলছেন, এ ধরনের মন্তব্যের পেছনে নানা ধরনের মনোভাব কাজ করে। প্রথমত, এগুলো যে বর্ণবাদী মন্তব্য এবং এতে করো অনুভূতিতে আঘাত লাগতে পারে সে সম্পর্কে অনেকেরই কোন ধারণা নেই। পাশাপাশি, এর মধ্যে একধরনের পরশ্রীকাতরতাও কাজ করে, বলছেন তিনি, যেন এই প্রেম তার সাথেও হতে পারতো।

অধ্যাপক নাসরীন বলছেন, মানুষ যে ধরনের গণ্ডীর মধ্যে বসবাস করে, যে শ্রেণিকে প্রতিনিধিত্ব করে এসব মন্তব্য থেকে সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়।

এনগেজমেন্টের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মাইকেল অপু মণ্ডল জানিয়েছেন, গত বছর ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় ঘটে সারা কুন-এর। এরপর থেকে নিয়মিত কথাবার্তা, অনুরাগ এবং প্রণয়। তার পরই নিজেদের যৌথ ভবিষ্যৎ সম্পর্কে সিরিয়াস চিন্তাভাবনা। গত ২০শে নভেম্বর সারা বরিশালে গিয়ে পৌঁছানোর পর তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান হয়। এরপর সারা ফিরে যাবেন ক্যালিফোর্নিয়ায়। পরে কোন এক সময়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন