
প্রকাশ পেয়েছে নির্মাতা সৈকত নাসিরের প্রথম ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’


বাংলাপ্রেস বিনোদন দপ্তর : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে নির্মাতা সৈকত নাসিরের প্রথম ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’র অফিসিয়াল ফাস্ট লুক। প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এটি। এছাড়াও প্রথম লুকটি ব্যাপক ভাবে সাড়াও ফেলেছে।
এবার একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে অভিনেতা একে আজাদ আদরকে। এছাড়াও আইরিন, আমান রেজা, ফারহান খান রিও ও রাজু কেউও ভিন্ন রুপে দেখা যাচ্ছে।
‘ট্র্যাপড’ ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা আইরিন, চিত্রনায়ক আমান রেজা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা একে আজাদ আদর। এছাড়াও আরও অভিনয় করেছেন ফারহান খান রিও, রাজু সহ আরও অনেকে।
আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ওয়েব সিরিজটির শুটিং দেশের বাইরে শুরু হবে বলে জানান নির্মাতা সৈকত নাসির। ‘ট্র্যাপড’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে ইননোভেট। আর ওয়েব সিরিজটির গল্প লিখেছেন আসাদ জামান।
‘দেশা দ্যা লিডার’ ছবির মাধ্যমে বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন নির্মাতা সৈকত নাসির। ২০১৪ সাল মুক্তি পাওয়া ছবিটি দারুণ সাড়া ফেলে সেই সময়। এরপর এই নির্মাতা ‘হিরো ৪২০’ ও ‘পাষাণ’ শিরোনামে আরও দুটি ছবি পরিচালনা করেন। দুটি ছবিই ভালো ব্যবসা করে।
তারপর মিউজিক ভিডিও নির্মাণ করে নির্মাতা সৈকত নাসির মিডিয়াতে ব্যাপক সাড়াও ফেলেছে এবং সফল হয়েছেন। এবার দেখার বিষয়, তিনি ওয়েব সিরিজ নির্মাণ করে কতটা সফল হতে পারে। দর্শকরা তাকিয়ে আছে তার প্রথম ওয়েব সিরিজের দিকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





